ঐ দেখ ঐ আসে
কত কিছু ভেসে ভেসে
চেয়ে থাকি নদীর দিকে
তুমি কখন আসবে কাছে
সেই তো গেলে আমায় ছেড়ে
মনে কি পড়ে না তোমার
আমি সেই থেকে চেয়ে চেয়ে
কত দিন রাত কাটে পাছে পাছে
তোমার চলে যাওয়া
আমাকে ভুলাতে পারেনি
তোমার ফেলে যাওয়া ভালোবাসাটুকু
রেখেছে ধরে এইটুকু আছে
আর কত সময় পরে
আসবে কাছে