আজ মেহনতী মানুষের সংগ্রামের দিন
রক্ত ঝরেছে কত জীবনে প্রতিদিন
সাহস আর শক্তিতে বেঁচে আছি আজ
সংসার সামলাতে কপালেতে ভাঁজ


আমরা কি খেটে যাবো নেই কো অধিকার
রক্ত ঝরে শরীরে নেই তো বিকার
আমাদের ছেলে মেয়ে শিক্ষা পাবেনা
আমরা শুধু খেটে যাবো এটাই সাধনা


এভাবেই কেটে যাবে মে দিবস আজ।