#
পাখিরে, ও পাখি, তুই কোথায় যাবি উড়ে
যা না একটু আমার গাঁয়ে, আয় না একটু ঘুরে
আজ কতদিন পাইনি খবর গাঁয়ের
পাইনি খবর আমার সোনা মায়ের
গোপন ব্যথায় ঘুরে মরি হৃদয় ভাঙা সুরে
যা না একটু আমার গাঁয়ে আয় না একটু ঘুরে।
#
আজ কতদিন মায়ের সাথে হয়নি আমার দেখা
লকডাউনের মাঝে পড়ে হয়নি ফোনে কথা
পারিস যদি বলিস গিয়ে মাকে
তোর খোকা ফুটপাতে থাকে
তোকে ছেড়ে আছে সে মা অনেকদূরে
যা না একটু আমার গাঁয়ে, আয় না একটু ঘুরে।
#
যা না পাখি একবার তুই আমার মায়ের কাছে
বলবি মাকে তোর খোকা মা দিব্যি ভালো আছে
মাস্ক যেন পরে থাকে মা নিজে মুখে
বারবার হাতে যেন সাবান দিয়ে থাকে
আমার জন্য ঘরে বসে চিন্তা যেন না করে
যা না একটু আমার গাঁয়ে, আয় না একটু ঘুরে।
#
জানিস পাখি, মায়ের জন্য মনটা কেমন করে
ভাবছি কবে উঠবে লকডাউন পৌঁছাবো কি ঘরে
কবে আমি মাকে ধরে আদর খাবো
বিশ্ব মাতৃদিবসে কখন চরণ ছোঁবো
কবে আমি থাকবো গিয়ে মায়ের হৃদয় জুড়ে
যা না একটু আমার গাঁয়ে আয় না একটু ঘুরে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏