তোমায় প্রথম চিনেছিলাম আমি
সে তো জানে অন্তর্যামী
তুমি কোথায় কোথায় দাও ব্যথা
ভুলিনি এখনো সেই কথা


আমি চেয়েছিলাম সুন্দর সংসার
মুছেদিলে সেই অহংকার
সারাজীবন কাঁঁদি শুধু
সবার থেকে পাই ব্যথা


আমি আমার দোষে দোষী
জেনেই তুমিই বেশ খুশি
মন তো আমার বুঝলে না যে
একটি পুরুষ কি তায় চায়?
জানলে না সে কথা।