অলস সময় কেটে যায় ঘরে বসে বসে
আর কতদিন এমন কাটাবো ভালোবেসে
কত ভাবে পাবে মানুষ এমন করে ব্যথা
জানি না কি যে হবে জগতে কথা
মৃত্যুতে বুঝে নেবে অতীতের আশা
মানুষের পাশে থেকে দাও শুধু কথা
কি ভাবে চলবে, কেমন করে বাঁচবে
সচেতন হতে শুধু এমনই বলবে
বাঁঁচার লড়াই ছাড়া আর নেই প্রথা।