বন্ধু, তোমায় ফিরে পেলাম
কত আনন্দ সহকারে
তুমি শেষে রেখে গেলে
আমার ভালোবাসা


আমি রেখেছি সেই আশা
নেই আর সেই ভাষা
সেই স্মৃতি আজও মনে পড়ে
সে দিনের সেই আনন্দ লহরে
আমার নেই আর সেই ভাষা


মনে কত আশা রেখে গেলে
দূরে আমায় ঠেলে
সেই নিয়ে বসে আজ কত আশা।