লুটপাট হচ্ছে লুটপাট
কোথায় গেল বুদ্ধিজীবী?
গরীবের খাদ্য ঘর সবই নিলে কেড়ে
রোজ রোজ বড়ো করে
তোমাদের কাগজের পাতায় পড়ে


তোমরা কি ওদের পাশে পারোনা দাঁড়াতে
নেতা মন্ত্রীর পাশে থেকে টাকা নাও হাতে হাতে
তোমারই টিভির পর্দায় থাকো আনন্দ করে।