কত আশায় আশায় কেটে যায়
এই তো সেই জীবন
কত নদীর কাছে, কত মেঘের কাছে
সব কিছু চলে যায়
এই তো সেই জীবন।


বুক ভরা আশায় আজও আছি বসে
সবাই চলে যায় একে একে ছেড়ে
তবুও এ জীবন আছে সেই তো চেয়ে
শুধু আমি হেরে যাই আমার সরলতায়
এই তো সেই জীবন


এক দুই করে কত বছর বছর কেটে যায়
কেউ আর আসে না আমার কাছে ফিরে আর
সব শূন্য এ জীবন আমার
আবার ফিরে পেলাম
এই তো সেই জীবন।