মনগুলো সব নিজ নিজ আপন খাতায়
নিজের জন্য ছবিযাপন পাতায় পাতায়
মুখের হাসি মিলিয়ে গেছে তোমার কাছে জন


আমার মতো কবি তো আর একজন নেই
কটাক্ষ আর পরিহাস মুখের হাসিতে ফোটে
সমকক্ষ হোক চায় না আর কোনো জন


কবিদের বালাই চলছে রাজনীতি ঘিরে
বিক্রি হচ্ছে শিক্ষা এমনই করে
এভাবেই হারিয়ে যাচ্ছে কবিতার মন।