কি করিয়া বাঁচবু তোনে
যানু কি তোর মনে
চারুপাশে বিপদ যেন
খুঁজি এর মানে।


এতো মৃত্য এতো কিছু
সামলাই কেমনে
কত ধারে কত কথা
ঘরে ঘরে সবাই জানে
তবুও সবার মনে  ভয় কোণে কোণে
কি করিয়া বাঁচবু তোর মনে।