আমরা বেঁচে আছি তাও ভাবতে পারি না
কে তোমার লোক কে আমার
এর বিচার শুধু তোমরা করো না।


প্রতিটি সকালের পরে রাত্রি নামে
প্রতিটি রাত্রি কাঁদে যেমন তেমন
তোমরা আর এখানে রাজনীতি করো না


মায়ের থেক্ব যায় চলে ছেলে
কত পড়াশোনা করে জেলে
তোমাদেরই লোক হয়ে
কাঁদালে মায়ার কালে
এভাবে তোমরা বেকার বাড়াও না।