ঈশ্বর তুমি কি দেখছো?
মানুষের এতো কান্না, মানুষ বড়ো অসহায়
মানুষকে নিয়ে খেলছে
মিথ্যের রাজনীতিতে
শব্দ নেই ভাষাতে
মানুষ শুধু মরছে
ঈশ্বর তুমি কি দেখছো?
একবার তুমি এসো
এসে মানুষের পাশে বসো
রাজনীতির নীতিমালা উড়ছে
দেখে যাও তুমি দেখে যাও
কি ভাবে মানুষকে নিয়ে খেলছে।