ও কালো কাক
তোমার নেই ডাক


যেখানে সেখানে যাও
যা তা কুড়িয়ে খাও


শরীর তোমার গন্ধ
কোকিল বলে শুদ্ধ


সকাল থেকে সন্ধ্যা
কোকিল জীবন বন্ধ্যা


ধারে পাশে তুমি
শুধু  দুষ্টুমি
করে যাও
শুধু বোকামি।