জীবনের পথে পথে
চলেছি ভুল পথে
কেউ থাকবে না এক সাথে
কতটা থাকবে সময়


ভুল বোঝা বুঝির সময়
এটা নয় জানি আমি
আমারই এই খবর
জানে শুধু অন্তর্যামী
এভাবেই জীবন  হয়
কতটা থাকবে সময়।