কোথায় যাবো কি করবো বলে দাও ভগবান
ঝড় আসে আঁধার নামে বলি কৃষ্ণনাম
ভেঙে যায় ঘর, উড়ে যায় খড়
থাকার জায়গা নেই  করেছো পর
কোথায় যাবো কি করবো বলে দাও ভগবান।


কত আশায় বেঁধেছিলাম এই ঘর
উড়িয়ে নিয়ে গেল মাতাল ঝড়
চোখের সামনে আঁঁধার নেমে গেল এখন
কোথায় যাবো কি করবো বলে দাও ভগবান।