ইচ্ছে তো অনেক হয়
সাহস নেই তো মোটে
সহসা পিছু ডাক সামনে হাঁটে


কি করে বলি আমি ইচ্ছেটাকে
কত দুঃখ কেটে যায় জীবন ঘিরে
তবু্ও বাঁচার আশায় জীবন ছোটে


কতটা ভালো লাগা, ভালোবাসা
জীবন থেকে চলে যায় এমন আশা
এমনই করে সারাজীবন কাটে।