চেয়ে চেয়ে দেখি আজ সেই গ্রামে
যেখানে জ্বলত মায়ের হাতের প্রদীপ
সেখানে আজ যেন অন্ধকার নামে
এখনও যেন বসে আছে মা সেই গ্রামে।
কত হেঁটে গেছি জীবনে সেই পথ ধরে
মায়ের আশীর্বাদ ছিল তাই এমনই করে
সেখানে আজ যেন অন্ধকার নামে
এখনও যেন বসে আছে মা সেই গ্রামে
আজ আমি হয়েছি বড়, দেখে যাও এখানে
তুমিহীন আমি যেন আজও জ্বলছি মনে মনে
আমি আজ অসহায় ভুমিহীন গ্রামে গ্রামে
সেখানে আজ যেন অন্ধকার নামে।