গরীব গরীবই আছে, থাকবে
গরীবকে দেখিয়ে নেতারা টাকা লুটবে
যে যত গল্প করুক গরীবই মরবে


গরীব নিয়ে রাজনীতি  চলে টাকানীতি
গরীবকে নিয়ে খেলা করে, করে দূর্নীতি  
গরীবকে দেখিয়ে কত পকেট ভরবে


জড়, বন্যা হলে গরীবরা দুঃখে থাকে
বিপদের সময় গরীব কত করে ডাকে
না শোনার ভান করে বলে ত্রান আনবে।