শোনা শোনো তোমরা
দেশবাসী আমরা
ভয় করো না আর
ভয় করো না  


গরীব ধনীর নেই আজ কোন সীমানা
মৃত্যুর শয্যাতে যায় না তো চেনা  
সবাই কাঁদে একসাথে একই রাস্তায়
ঝগড়া আর বিবাদ হয় না কোথায় কোথায়


সামনে পেছনে মৃত্যুর গিরিখাত
কেটে যায় অনিদ্রায় কত রাত
জয় করো ভয় আর আতঙ্কেকে
ঘুরে দেখো  মানুষের ভাগ্য কে।