এমন একটা দিন এলো
গ্রাম শহর চুরমার হলো
কি করে মানুষ বাঁচবে বলো
ঘর বাড়ি সব উড়ে গেল
ঠাঁই নেই আর কোনো ঘরে
ঈশ্বর এমন কপালে লিখলে
মানুষ নিয়ে খেলছে যারা রাজনীতি
এছাড়া তো তাদের আর নেই নীতি
সব ভুলে মানুষের পাশে দাঁড়ালে
এসো সপথ করি একে অপরের
বাঁচবো এসো একে অপরকে ধরে
শপথ নিয়েছি বাঁচবো পাশে থাকলে।