আমি বউ - টকা লিয়ে গেরামে থেলি
খুব সুখ করিয়া
হঠাৎ করনা ঝড়ে ভাসিয়া গেলি
একটু একটু করিয়া
কি হবে গো খাবা কি
টকা মেইঝিকে দিবা কি


রেশনে নাকি চাল গম দিবে
তাই আনন্দে থেলি
সেখানেও চুরি হ টে  
ঠাকুর কাই গেলি


এখন নেই কিছু খাবা কি