এমন দিনে তোমরা চলে গেলে দেশ ছেড়ে
করোনার সাথে সাথে জীবন যায় চলে
তোমাদের পথে ছিলো আরও আলো
তোমরা তো বেসেছিলে দেশকে ভালো
বলিউড আর ফুটবলের সেরা
তোমরা রেখে গেলে বয়সের দ্বারা
মৃত্যু মৃত্যু শুধু জনপদ পথে পথে
তোমরাও চলে গেলে এই পৃথিবী থেকে
সব আলো নিভে আজ পৃথিবী ছেড়ে গেলো
২০২০ শুরুতেই শুধু মৃত খেলা
শেষ হয়নি এই মৃতদের বেলা
শিক্ষা, স্বাস্থ সবই আজ মৃত
শ্মশানে শুধু কান্না প্রিয়জন খবর না পেলো
এমন দিনে তোমরা চলে গেলে ছেড়ে
কে বা স্মৃতিতে রাখবে তোমাদের তুলে।