বন্ধু রে বন্ধু রে
একলা চলো একলা একলা চলরে
বাঁচার জন্য লড়াই করে একলা চলোরে
বিষে ভরা এই পৃথিবী মানুষেরই রে
মানুষ মরে মানুষের জন্য
স্বার্থ ছাড়া কিছুই বোঝে না রে
বিপদ এলে ছুটে চলে যে যার মতো রে
বাঁচতে গেলে নিজেদের কখা ভেবে
একলা চলো একলা চলো একলা চলোরে