মা গো তুমি একবার ওঠে পড়ো
সারাদিন খাইনি মা গো ক্ষুধায় পেট পুড়ে
তুমি কেন শুয়ে শুয়ে আরাম করো
মনে কি পড়ে না তোমার আমার কথা
ছোট্ট আমি পাচ্ছি তোমার থেকে ব্যথা
এবার উঠে পড়ে আমায় কোলে করো
খাইনি সারা ট্রেনে এলাম তোমার কোলে
তুমি এখন ঘুমিয়ে কেন আমায় নাও তুলে
ছোট্ট আমি তোমার পাশে আমায় ধরো