এই শূন্য পৃথিবীর কাছে কি আছে চাওয়া
এই পথ , এই ঘর এই টুকু পাওয়া
যা কিছু স্বাদ ছিল নিলে যে কেড়ে
তারপর এই ব্যথা পেলাম ঘরে


কখনো অন্ধকার কখনো আলো
সব কিছু নিমেষে শেষ হয়ে গেল
তারপর এই ব্যথা পেলাম এমন করে