শুনহে মানুষ ভাই
চোখ কান রেখো তাই
জীবনে কত ঝড় এসেছে ঘরে ঘরে
নিজের শক্তিবলে নিয়েছো জয় করে


পারবে না জয় করতে তুমুল ঝড়ে
রক্ষা আর পাবে না
মৃত্যু আসবে মুহূর্তে ঘরে ঘরে


এঝড় থামবে না, শেষ হবে কবে
মৃত্যু  কুয়াশায় আসছে সাঁতারে  
কোনো পথ নেই আর জীবনভরে।