এ কেমন সময় এলো মানুষের
চারদিকে হাহাকার আর হানাহানি
এভাবেই কাটবেই মানুষের জীবনই


মানুষ কে মানুষ বলে করে না গন্য
মানুষের জন্য রাজনীতি বাঁচে
মানুষকে ওরাই করে অতি নগন্য
এসব মানুষ বোঝে না এর মানেই।