দেখে যা রে মহান বাতিলা
কি ভাবে প্রাণ যাচ্ছে অবহেলায়
রাজনীতির নাই তো এই বেলায়
ঘরবাড়ি সব ভেঙে গেছে
গাছেদের চিহ্ন গেছে মুছে
এই সময় নেমো না খেলায়
মুখে যেটে বলছেন গদিতে বসে
সেই কাজটি সবাই মিলে করুন এসে
প্রতি জেলার প্রত্যন্ত এলাকায়
রাজনীতিরই সময় নয় এটা
মানুষ বাঁচলে হবে সেটা
করো না নিয়ে মানুষ খেলায়।