পিঁপড়ে গুলো লাইন করে
যাচ্ছে একটা স্বাদে
টিকটিকি গুলো তখন
ফায়দা নেয় তাতে


একটা দুটো তিনটা করে
যে যেমন পারে খায়
ভুলে যদি কেউ জানতে পারে
অন্যভাবে সে লুকায়।
দেখতে পায় কি তাতে