ঝড়ে উড়ে গেছে গাছেদের ঘর  
সেই ঘর আগে দরকার মেরামত কর
এসো গাছ লাগাই, সুস্থ পরিবেশ গড়ে তুলি


আজ নেই মানুষের বিবেক
সব কিছু চুরমার  এদিক সে দিকে
একথা যেন আমরা সবাই যায়না ভুলি


একটা গাছ একটা প্রাণ
গাছেরা রাখে মানুষের মান
গাছেদের সাথে আমরা একই সাথে চলি।