বসন্তে এলে ঝরে পড়া ফুল নিয়ে
গাছের শাখায় শাখায় পোড়ানো গন্ধে
সেই তুমি চলে গেলে কত বসন্ত আগে
এবারও সেই বসন্তে এলে নিজস্ব ছন্দে
কত প্রাণ কত ভাবে গেছে যে চলে
পাখিদের কান্না শাখায় শাখায় দেখলে
কত বসন্ত কেটে গেল এমনই অভাবে
গাছের শাখায় শাখায় ভালো কিংবা মন্দে।