আমায় বলে দে আমার পথ
যে পথে গেলে আমি তোর দেখা পাবো
বলে দে পথ আমায় কোথায় যাবো
তুই তো আমায় বলেছিলি
সে কথা কি তুই ভুলে গেলি
এখন আমার ইচ্ছে তোর কাছে যাবো
কি ভাবে আমি তোকে কাছে পাবো
জানি না আমি তা কি হবে আমার
সব কিছু বুঝে নিতে সময় লাগবে আবার
বল না আমি কি ভাবে যাবো
কেমম করে আমি তোকে কাছে পাবো।