বাঁচবো বলে
এই সকালে
অনেক আশা
বুকে যে ভাসে।


অভয় মনে
যুদ্ধে রণে
সবার যেন
মৃত্যু টানে


বাঁচবো বলে
সবাই এলে
একসাথে আর
বাঁচবো না আর