এতো সহজে নিলে আপন করে
বুঝতে পারিনি এতো সহজ ভাবে  
এই তো পরিচয় এই তো কথা  
অতীত টেনে পাই ব্যথা


এতো স্নেহ পাইনি তো আগে
যেমন করে তুমি কাছে ডাকলে
এই তো পরিচয় এই তো কথা


শিশুকাল থেকে মায়ের সাথে
কাটিয়েছি অনাহারে তাতে
এই পরিচয় এই তো কথা
অতীত টেনে পাই নিজে ব্যথা


কথা দিলাম আজ আমি  
তোমায় ছেড়ে আর আমি
যাবো না চলে কোনোদিন
এতো স্নেহ পাইনি তো আগে
এই তো পরিচয় এই তো কথা।