আর ভালো  লাগে না, ভালো লাগে না
কেমন যেন হয়েছে  এই দেশটা
মানুষের মনে আর হাসি এতোটা
সবাই আজ হয়েছে চুপচাপ


বাহিরে আর ভেতরে রয়েছে বিভোর
আসবে  না  আর জীবনের ভোর
কেন করো রাজনীতি মানুষ নিয়ে আজ?
সারা দেশ শ্মশান ভোটে কেন সাজ?  
এমনই ভাবে বেড়েছে ক্ষমতার চাপ