আর কতদিন থাকবো ঘরে ভয়ের আতঙ্কে
মনের উপর চাপ পড়ে যে ঘরে থেকে থেকে
ছেলেমেয়ে পড়বে কেমন আছি ভয়ে ভয়ে
করোনা কালে গেল সব এই ভাবে ক্ষয়ে ক্ষয়ে
মনের উপর চাপ পড়ে যে ঘরে থেকে থেকে।
আশায় আশায় দিন চলে যায় একটু একটু করে
সব আশাতো মিটে গেল সময় যায় যে ফিরে
মনের উপর চাপ পড়ে যে ঘরে থেকে থেকে
রাস্তা ঘাটে এমনই করে যায় না চলা
সবার মুখে মুখোশহীন নেই যে কিছু বলা
মনের উপর চাপ পড়ে যে ঘরে থেকে থেকে।