আমরা গেরামের লোক
জোয়ান মদ্দ হইয়া ঘরে রই বসিয়্যা গো
দল দলে মাইয়্যাগুলা  বাচ্চা লিয়া কাঁদে গো


পাড়ায় পাড়ায় দুইখের বইনা
অন্ধকাইরে ঢেইকা ঢেইকা থাকে রে
ছইটো ছইটো ছেলে মাইয়্যা থাইকবে কেমন করে গো  


খিদার জ্বালায় পেট পুড়ি যায়
খিদা আর কেউ নাই মিটায়
অনাহাইরে থাইকবো কেমন গো।