কি করে বাঁচবো আমরা
এর পথ বা কোথায়
মৃত্যু সামনে বসে
হাতছানি দেয় এসে
আমরা যে সচেতন নয়


সামান্য জ্বর নিয়ে
পথে পথে ঘুরে
মৃত্যু সামনে এসে
নিয়ে যায় এমনই এসে
আমরা সচেতন নয়


যেখানে শুধু রাজনীতি
যেখানে মৃত্যুতেই ইতি
কত রোগী রাতের অন্ধকারে
পথে ঘাটে যেখানেই পড়ে
আমরা যে সচেতন নয়


আমাদের প্রতিবাদ নেই
আমরা যে অন্ধ রই
চোখের সামনে এতো কিছু
দেখছি সামনে পিছু
আমরা যে সচেতন নয়।