বেশ তো  ছিলাম আমি একা
ভাগ্যে পেয়েছি তোমার দেখা
সব সুখ চলে গেছে প্রথম রাতে
বুঝেছিলাম আমি সেই প্রভাতে


যদিও তোমার সাথে মিলবে না মন
তবুও এ অভিনয় চালিয়ে যাবো এখন
তোমার মনে নেই  হাসি খুশি ভালোবাসা
সারাজীবন কাটাবো  তোমারি সাথে
পাশাপাশি দু'জন থাকবো না রাতে।