তোনে সাবধানে র রে
আমার ঘরে করোনা ঢুকিছে
ভাতারটা যে কথা শুনেনি রে
যখন তখন ঘরনু বারি যায় রে
তোনে সাবধানে র রে।


কাশি, সর্দি, জ্বর এ তো করোনার লক্ষন
পাড়ায় পাড়ায় আশাকর্মী কইছে রে
তোনে সাবধানে র রে


কতগুলা মানুষ মরিগেলারে
তোনে কি সচেতন হবি নি রে
মাস্ক, সানিটাইজার,লিয়া ঘুরবি রে
যঁখ তঁখ কাজ বারাইবিনি রে
তোনে সাবধানে র রে


ভাতারগুলা রাতির বেলা ছাই পাঁশ গিলিয়ারে
হেলতে দুলতে ঘরে আইসে মুখে গন্ধ রে
গোটা শরীর করোনাতে ঘরে ছড়ায় রে
তোনে সাবধানে র রে।