বাঃ ভাবতে অবাক লাগে
আমাদের কেউই মনে রাখে না
আমাদের কষ্ট কেউই বোঝে না
আমাদের কথাগুলো কেউ মনে রাখে না
বিপদে আপদে মোরা ঝাঁপিয়ে পড়ি
তবু যেন দোষী আমরা সবাই
আমাদের কথা কেউই বোঝে না
আমাদের কথাগুলো কেউ মনে রাখে না।
কত আশা নিয়ে স্বাদ হয় বাঁচতে
তবু কেন আজ আর ভুল বোঝে সবাই
আমাদের কথা কেউই বোঝে না
আমাদের কথাগুলো কেউ মনে রাখে না।