আবার হলো শুরু লকডাউন
কেমন করে বাঁচবে বলো
আর তো তার পথ  নেই


কতদিন মানুষ ঘরে
বসে বসে কাটাবে জীবন
ভবিষ্যতে খাবে কি ভাবছে তাই  


এলোমেলো হয়ে গেল মানুষের আশা
পাবে কি আর জীবনের নতুন মানে
প্রতিমুহূর্তে নষ্ট হয়ে যাই