ভুলতে গেলে যায় না ভুলা
মনে পড়ে তোমায়
কী যাদু জানো বন্ধু রে
পরাণ কাঁদে হায় হায়।।


চোখ বুঝিলে দেখি ছবি
আলোক সোনার রবি
বিমল প্রেমের শুদ্ধ কবি
ভালোবাসি তোমায়।।


আকাশ যেমন ডুবে থাকে
কালো মেঘের ছায়ায়
তেমন করে হও যে বিলীন
জড়াও মধুর মায়ায়।।