ভাঙিলে আর লয় না জোড়া সখের রঙিন হাঁড়ি,
আর যাবো না তোর বাড়িতে নেবো জনম আড়ি।।
আনন্দে মন ভাসাবো না ভাঙা তরীতে
অসময়ে ডুব দেবো না ভরা নদীতে।
যাবি যদি দূর দেশেতে আমারে ছাড়ি।
বলবো না রে আয় তুই ফিরে আমারই কাছে
ভালোবাসা তোরই জন্যে অপেক্ষাতে আছে।
তোরে যদি যাই রে ভুলে গেলাম যে হারি।
ঘাটে ঘাটে ঢুঁ মারিয়া গেলি রে চলিয়া,
এ কেমন তোর ভালোবাসা যাস রে বলিয়া
মধুর মধুর গান শুনাইয়া মনটা নিলি কাড়ি।