ভাল্লাগে না প্রেম পিরিতি
আর জ্বালাস না ওরে পাখি
মারিস না রে প্রাণে
প্রেম বিরহে জ্বলছি যতো
বলি সুর আর গানে।।
কেনো ডাকিস সুরে সুরে
বেলা-অবেলা
থাক না দূরে অভিমানে
কর না অবহেলা।
ভাল্লাগে না প্রেম পিরিতি
কী আছে এর মানে।।
জ্বলে জ্বলে অঙ্গার হতে
কার গো ভালো লাগে,
আমায় পোড়ার আগে রে তুই
নিজে পোড় না আগে!
সত্যিই যদি বাসিস ভালো
রাখ না তোরই তানে।।
কাঁদালে যে কাঁদতে হয় রে
বলো সর্ব লোকে
রাধিকারই দুঃখে কাঁদবি
মরবি রে তুই ধুঁকে।
এমন ভালো আর বাসিস না
বিধুরতা টানে।।