ভাবিও ভাবিও বন্ধু ভাবিও নীরবে,
ভুলে গেলে কষ্ট পাবো কি আর বলো হবে।।
ব্যথার নদী বয়ে যাবে জেনো নিরবধি
তোষের অনল সদা জ্বলবে বুকে ধিকিধিকি,
বুঝবে যখন ফিরবে তুমি রবো না এ ভবে।
চোখ থাকিলেও যায় না দেখা মনেরই আঁধার
এই জীবনের পরান তলে সুখ হবে না আর,
দুঃখগুলো আঁচল পেতে কুড়িয়ে লভে।
আমায় ছেড়ে সুখে থেকো এই কামনা রবে
হও গো যদি সুখের পাখি সুখ তোমায় ছুঁবে,
রুনার মতো কেউ হবে না সবচেয়ে সুখী ভবে।