ডাকলে কোকিল দুপুর বেলা
মারলে একটা শিষ
উড়ুউড়ু মন যে আমার
পায় না খোঁজে দিস।।


এমন করে ক্যান ডেকে যাও
মন থাকে না ঘরে
তোমারার কথা ভাবলে আমার
প্রাণ যে কেমন করে
ভালো যদি বাসো বলো
কইরো একটু মিস।।


সকাল বেলা ঘরের চালে
যখন মারো ঢিঁল
ইচ্ছে করে যাই উড়িয়া
হয়ে শঙ্খ চিল
মনের কথা না বলিলে
খাবো কিন্তু  বিষ।।


আমি বলি ভালোবাসা
যদি পেতে চাও
অহংকারী মনটা আগে
ভেঙেচুরে নাও
প্রেমের নামে ছল করো না
কইরো না উনিশ বিশ।।