যেও না গো আমাকে ছেড়ে তুমি কোনোদিন,
যদি চলে যাও, খবরও না নাও বাজবে দুখেরও বীণ।।
ভালোবাসা যদি ভুলে যাও স্মৃতিগুলো মাড়িয়ে,
কাঁদবে তুমি জানি ওগো আমাকে হারিয়ে।
ভালোবাসি ভালোবাসবো তোমায় চিরদিন।
একতারাটা যখন আমি হাতে নিয়ে বসি,
উড়াল পাখি হয়ে তুমি করো গড়ি মসি।
দূরে দূরে থাকো যদি হবো তুমিহীন।
তুমি ছাড়া গান হবে না হবে না কবিতা
তুমিই আমার সুরের সাথী প্রাণের সবিতা।
ব্যথায় যদি ভরে দাও বুক কাঁদবে জেনো একদিন।