আদর কইরা ডাকতাম যারে
তুমিই আমার মন
তুমি ছাড়া কেউ নেই আমার
এতো আপনজন।।


ফ্যাল ফ্যালিয়ে থাকতো চেয়ে
আসতো চোখে জল
অতো কিছু করার পরেও
করলো বন্ধু ছল।
বুকের ভেতর বসত করে
এমনই একজন।।


মুখে তুলে খাইয়ে দিতো
ডাকতো পরাণ পাখি
অভিমানের সুর তুলিয়া
আজো তারে ডাকি।
হঠা দূরে চইলা গেলো
কান্দে যে এই মন।।