তুই যদি হোস আমার প্রেমিক
(আমি) হবো প্রেমিকা
রাত্রি জেগে কথা কবো
করবো যে দেখা।।


নাম ধরিয়া ডাকবো তোরে
আমার জানের জান
চোখের আড়াল হলে রে তুই
(আমার)কান্দে যে পরান।
দূরে গেলে বন্ধুরে তুই
লাগে যে একা।।


কই গেলি রে সোনা বন্ধু
(তোরে)খুঁজিয়া মরি
একবার তোরে পাইলে কাছে
(আমি)রাখবো যে ধরি।
বদলে যদি যেতো আমার
প্রেমেরো রেখা।।